আগরতলা : রবিবার আগরতলা প্রেসক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন অনুমোদিত ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ জ্বালিয়ে এই সভার উদ্বোধন করেন ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি গীতার্থ পাঠক। সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সংঘটনের জাতীয় কোষাধ্যক্ষ অসীম ভক্ত। সম্মেলনে সভাপতিত্ব করেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের(টিজেইউ) সভাপতি সাজ্জাদ আলী। সম্মেলনে সংগঠনের কাজকর্মের প্রতিবেদন পেশ করেন টিজেইউ-র সাধারণ সম্পাদক প্রণব সরকার। তিনি রাজ্যের সাংবাদিকদের ঐক্যবদ্ধতার ওপর গুরুত্ব আরোপ করতে গিয়ে রাজ্যে টিজেইউ-র আত্মপ্রকাশের দিনগুলির কথা তুলে ধরেন।
তিনি জানান, রাজ্যের সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার গুরুত্ব অনুধাবন করেই প্রথমদিকে ১০ জন সাংবাদিক মিলে রাজ্যে এই সংগঠনটি গড়ে তুলেছিলেন। বর্তমানে সারা রাজ্যে একটি সর্ববৃহৎ সুসংঘটিত সাংবাদিকদের প্ল্যাটফর্মের নাম ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গোটা দেশের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত ব্যবস্থাপনার কথা তুলে ধরেন ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি গীতার্থ পাঠক। এই প্রসঙ্গে তিনি জানান, সাংবাদিকদের নিরাপত্তার জন্য দেশে ১৯৫৫ সালে ওয়ার্কিং জার্নালিস্টস এক্ট- এর প্রবর্তন করা হয়েছিল। বর্তমানে এই অ্যাক্টটির প্রচলন নেই। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের কাছে এই আইনটি পুনরায় প্রবর্তনের দাবি জানিয়েছে ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন।
ত্রিপুরার জার্নালিষ্টস ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন মহাকুমা এবং জেলা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত প্রতিনিধিদের মধ্য থেকে অনেকেই বার্ষিক প্রতিবেদনে উল্লেখিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তুলে ধরেন তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সুবিধা-অসুবিধা গুলির কথা। সভায় বক্তব্য রাখেন আইজেইউ-র জাতীয় কোষাধ্যক্ষ অসীম ভক্ত, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক অলক ঘোষ সহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠানের মঞ্চটি ধূর্জটি প্রসাদ মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়েছে।রাজ্যের প্রতিটি মহকুমা থেকে আসা প্রতিনিধিদের সহ প্রিন্ট মিডিয়া এবং বৈদ্যুতিন মাধ্যমের সবাইকে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়েছে।