কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.) : ট্যাংরায় ফের অগ্নিকাণ্ড । রবিবার দুপুরে ট্যাংরার ক্রিস্টোফার রোডে কারখানায় বিধ্বংসী আগুন লাগে।কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছে দমকলের ৫টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হাওয়ায় আগগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আশপাশে জনবসতি, নির্মীয়মাণ ফ্ল্যাট রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দমকল ও পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণের সবরকম চেষ্টা করা হচ্ছে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই মুহূর্তে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে থাকলেও, পরে আরও দুটি ইঞ্জিন বাড়ানো হতে পারে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত মাসেই ট্যাংরার মেহের আলি লেনে গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দমকলের বেশ কয়েকজন কর্মী আহতও হন।