কলকাতা,২৪ এপ্রিল (হি. স.) : বাড়ি ফাঁকা পেতেই দুঃসাহসিক চুরি । দরজায় তালা ঝুলিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েই বিপত্তি ।এই ঘটনায় রবিবার সকাল থেকেই আতঙ্কে অশোকনগর ।
অভিযোগ উঠেছে, গতকাল অশোকনগরে এক দিনে পর পর ছ’টি বাড়িতে চুরির ঘটনা ঘটে । সোনাদানা এবং নগদ টাকাই চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল । যদিও বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র তারা ছুঁয়েও দেখেনি বলে জানা গিয়েছে । এই ঘটনায় রবিবার সকালে বাড়ির লোকজন জানতেই ছড়ায় উত্তেজনা । স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার হয়নি বলে খবর ।

