Award : হিন্দি ক্ষেত্রে দু’টি উৎকৃষ্ট পুরষ্কার দেওয়ার ঘোষণা ‘শব্দ’ সংস্থার

বেঙ্গালুরু, ২২ এপ্রিল (হি.স.): হিন্দির ক্ষেত্রে অন্যতম সুপরিচিত সংগঠন ‘শব্দ সাহিত্য সংস্থা’ নিজস্ব রজত জয়ন্তী বছর থেকে উৎকৃষ্ট সাহিত্য রচনা এবং দক্ষিণ ভারতে হিন্দি ভাষার প্রচারের জন্য দু’টি বার্ষিক পুরষ্কার করেছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বেঙ্গালুরুতে অবস্থিত ‘শব্দ সাহিত্য সংস্থা’ উৎকৃষ্ট সাহিত্য রচনার জন্য ‘অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান’ প্রদান করবে, যা দেশের বিশিষ্ট সাহিত্যিকদের মধ্যে একজনকে দেওয়া হবে। পুরষ্কারের পরিমাণ হবে এক লক্ষ টাকা। একইসঙ্গে দক্ষিণ ভারতে হিন্দি ভাষা ও সাহিত্যের প্রচারে অসাধারণ অবদানের জন্য ‘দক্ষিণ ভারত শব্দ হিন্দি সেবা সম্মান’ নামে ২১ হাজার টাকার দ্বিতীয় পুরষ্কার দেওয়া হবে প্রখ্যাত হিন্দি সেবা ব্যক্তিত্বকে।

‘শব্দ’ সাহিত্য সংগঠনের সভাপতি ডঃ শ্রীনারায়ণ সমীর বলেছেন, ১৯৯৭ সালের ১৩ জুলাই বেঙ্গালুরুর মতো মহানগরে প্রতিষ্ঠিত হওয়া, হিন্দি লেখকদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘শব্দ’-র পক্ষ থেকে মাসিক রচনা গোষ্ঠী এবং অন্যান্য সাহিত্য কর্মকাণ্ড নিরবচ্ছিন্নভাবে চলছে, যা এক কথায় অভূতপূর্ব ও অনেক বড় ব্যাপার। তিনি আরও বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয় হল ‘শব্দ’-র প্রতি বেঙ্গালুরু সমাজের আস্থা। এই বিশ্বাসেরই জন্য রজত জয়ন্তী থেকে প্রতিবছর ‘শব্দ সাহিত্য সংস্থা’-র পক্ষ থেকে দেশের একজন বিশিষ্ট সাহিত্যিক এবং দক্ষিণের একজন অসামান্য ভাষাসেবককে পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। একটি বিবৃতি জারি করে সংগঠনটি ঘোষণা করেছে, প্রথম পুরষ্কার আধুনিক কবি, গল্পকার সচ্চিদানন্দ হিরানন্দ বাৎস্যায়ন অজ্ঞেয় স্মরণে প্রথম পুরস্কার দেওয়া হবে ‘অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান’। দ্বিতীয় পুরস্কারের নাম ‘দক্ষিণ ভারত শব্দ হিন্দি সেবা সম্মান’। এটি মূলত দক্ষিণ ভারত কেন্দ্রিক।

‘শব্দ’ সংগঠনের সভাপতি ডক্টর সমীরের মতে, অজ্ঞেয় শব্দ সৃজন সম্মানের জন্য লেখকের পারদর্শিতা, সাহিত্যে তাঁর অবদান সমস্ত কিছু বিবেচনা করা হবে। একইভাবে ‘দক্ষিণ ভারত শব্দ হিন্দি সেবা সম্মান’-এর ক্ষেত্রে দক্ষিণ ভারতের বিশিষ্ট লেখক, সম্পাদক, পণ্ডিত প্রমুখের দ্বারা সুপারিশকৃত নামগুলির মধ্যে থেকে হিন্দি প্রচারে তাঁদের অবদানের ভিত্তিতে এবং বিগত বছরগুলিতে তাদের কৃতিত্বের স্বচ্ছ মূল্যায়নের ভিত্তিতে নির্বাচন করা হবে। ডক্টর সমীর জানান, ‘অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান’-এর খরচ বহন করবে শহরের বিখ্যাত সমাজসেবক এবং অজ্ঞেয়বাদী সাহিত্য অনুরাগী বাবুলাল গুপ্তের ফাউন্ডেশন দ্বারা। যদিও দ্বিতীয় পুরষ্কারের খরচ বহন করবে বেঙ্গালুরু ও চেন্নাই থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় হিন্দি দৈনিক সংবাদপত্র ‘দক্ষিণ ভারত রাষ্ট্রমত’। উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসে বেঙ্গালুরুতে আয়োজিত হবে ‘শব্দ’-র রজত জয়ন্তী উদযাপন, যেখানে উভয় পুরষ্কারের জন্য নির্বাচিত ব্যক্তিত্বদের সংবর্ধনা দেওয়া হবে।