Cricket : দুই ইনিংসে দেবজিতের ১৩ উইকেট, দুর্দান্ত জয় ছিনিয়ে শিশুবিহার ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। প্রথম ইনিংসে ২২, তো দ্বিতীয় ইনিংসে ৪৪ রান। ঠিক যেন গুনেগুনে ডাবল অগ্রগতি। সেমিফাইনাল এসে নন্দন নগর স্কুলের কেন এমন হাল হলো, অনেকেই অবাক। মোটকথা নন্দন নগর স্কুলের বিদায়। বনেদী স্কুল শিশু বিহার আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে পৌঁছেছে। প্রত্যাশিত বিশাল জয়ের পাশাপাশি প্রাধান্যপূর্ণ সহজ জয় ছিনিয়ে অপরাজিত শিশু বিহার এখন ফাইনালে লড়বে। তবে শিশু বিহারের বোলার দেবজিৎ সাহাকে অভিনন্দন জানাতে হয় তার বিধ্বংসী বোলিং এর জন্য। দুই ইনিংসে ১৩ উইকেট তুলে নেওয়ার বিষয়টি বেশ নজর কেড়েছে। প্রতিভাকে ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও সাফল্য পাবে বলে অনুমান।

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে শিশু বিহার স্কুল ইনিংস সহ ২৯৫ রানের বিশাল ব্যবধানে নন্দননগর স্কুলকে পর্যুদস্ত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। দুদিনের ম্যাচে প্রথম দিনের খেলা শেষেই শিশু বিহার স্কুল ফাইনালের টিকিট নিশ্চিত করে নিয়েছিল। নন্দননগরের প্রথম ইনিংসে সংগৃহীত মাত্র ২২ রানের জবাবে শিশু বিহার স্কুল প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে থেমেছিল। আজ, শুক্রবার দ্বিতীয় দিনে আরও ২২.৫ ওভার খেলে অবশিষ্ট ২ উইকেটের বিনিময়ে ৭৬ রান যোগ করে দলের স্কোর ৩৬১ করে নেয়। দলের পক্ষে সপ্তজিৎ দাসের ১৪৭ এবং জয়জিৎ সাহার ৫৮ রানের পাশাপাশি ময়ুখ চক্রবর্তীর ৩৪ রানও বেশ উল্লেখযোগ্য। নন্দননগর স্কুলের নবজিৎ সিং, সত্যজিৎ দেববর্মা ও  রাজদীপ রুদ্র পাল প্রত্যেকে দু’টি করে উইকেট পেয়েছে। প্রথম ইনিংসে ৩৩৯ রানে পিছিয়ে থেকে নন্দন নগর স্কুল দ্বিতীয় ইনিংস শুরু করে ঠিকই। তবে সেই দেবজিৎ সাহার ঘূর্ণিতে প্রথম ইনিংসের মতোই একেবারে কুপোকাৎ সবাই। ১৩.১ ওভার খেলে নন্দন নগর স্কুল ৪৪ রানে দ্বিতীয় ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সত্যজিৎ দেববর্মার ১৪ রান সর্বাধিক ছিল। শিশু বিহার স্কুলের দেবজিৎ সাহা ১১ রানে একাই ৭ টি উইকেট তুলে নেয়। প্রথম ইনিংসে দেবজিত পেয়েছিল ১১ রানে ৬ উইকেট।

এছাড়া, জয়জিত সাহা দুটি এবং ধ্রুব কান্তি দেব একটি উইকেট পেয়েছে। দুই ইনিংসে ১৭ রানের বিনিময়ে ১৩ উইকেট প্রাপ্তির সুবাদে দেবজিৎ সাহা পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব। উল্লেখ্য, আগামী ২৪ ও ২৫ এপ্রিল হবে ফাইনাল ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *