ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। রাজ্যের সাংবাদিকদের স্বাস্থ্য বীমা প্রদানে রাজ্য মন্ত্রিসভার ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব। রাজ্যের সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় এই সিদ্ধান্ত গ্রহনের জন্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাংবাদিকরা বিশেষভাবে উপকৃত হবেন। ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সুপ্রভাত দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2022-04-21