Power Service : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পরিষেবা দুই দিনেও স্বাভাবিক হয়নি সাব্রুমে, রাস্তা অবরোধ

সাব্রুম, ২১ এপ্রিল (হি. স.) : কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিদ্যুৎ ব্যবস্থা। দুইদিন পরও হাল ফিরেনি সাব্রুম নগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের আনন্দপাড়ায়। তাতে, ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করেন।

জানা গেছে, বুধবার সকালে কালবৈশাখীর ঝড়ে সাব্রুম নগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের আনন্দপাড়ায় গাছ ভেঙ্গে পরে বিদ্যুতের তার ছিড়ে যায়। ফলে, সমগ্র এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছিল। অভিযোগ, গতকাল গাছ ভেঙ্গে পরে তার ছিড়েছে, কিন্ত ২৪ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরও পরিষেবা স্বাভাবিক করা হয়নি। স্থানীয় জনগণ বিদ্যুৎ নিগমের কার্যালয়ে গিয়েও সুরাহা হয়নি। ফলে, এলাকায় পানীয় জল সরবরাহ হয়নি এবং মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

স্থানীয়দের বক্তব্য, গতকাল থেকে বেশ কয়েকবার বিদ্যুৎ নিগমের কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। কিন্ত, নিগমের তরফে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়নি। তাই, বাধ্য হয়ে আজ দুপুর তিনটার পর স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করেন। অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয় এবং নিত্যযাত্রীরা দুর্ভোগের স্বীকার হন।অবরোধের খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ছুটে গেছেন। বিদ্যুৎ নিগমের আধিকারিকও অবরোধ স্থলে গেছেন। বিদ্যুৎ পরিষেবা শীগ্রই স্বাভাবিক করা হবে প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ প্রত্যাহার হয়েছে। জানা গেছে, যুদ্ধকালীন তত্পরতায় গাছ কেটে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *