ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। রাজ্য অনূর্ধ্ব-১৫ ক্রিকেট শুরু ৩ মে থেকে। আগরতলায় হবে রাজ্য আসর। উদ্বোধনী দিনে মাঠে নামবে পশ্চিম জেলা। প্রতিপক্ষ উত্তর জেলা। নরসিংগড় পঞ্চায়েত মাঠে হবে ম্যাচটি। রাজ্য আসরের জন্য পশ্চিম জেলার ২৫ সদস্যের ক্রিকেটারদের নাম ঘোষনা করা হয়েছে বুধবার। রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি ডা: মানিক সাহা ক্রিকেটারদের নাম ঘোষনা করেন।
নির্বাচিত ক্রিকেটারদের ২২ এপ্রিল দুপুর ১২ টায় এম বি বি স্টেডিয়ামে কোচের কাছে রিপোর্ট করতে বলেছেন সভাপতি। ঘোষিত দল: শান্তুনু দাস, সঞ্জয় নম:, দেবাংশু দত্ত, শুভজিৎ দাস, নবজিৎ মোদক, তীর্থরাজ দেবনাথ,আয়ুষ দেবনাথ, দেবব্রত ভট্টাচার্য, অর্কজিৎ সাহা, দীপঙ্কর ভাটনাগর, দ্বীগবিজয় সাহা, অর্কজিৎ পাল, গৌরব রায়, রিয়াদ হুসেন, রাকেশ রুদ্র পাল, সাগর দেবনাথ, দ্বীপ দেব,ঈশ্বজিৎ নাগ, দীপ্তুনু দেবনাথ, রণজিৎ ওরাং, সোমরাজ দে, আকাশ রায়, সৌরদীপ দেববর্মা এবং নন্দ দুলাল রায়। কোচ: সুজিত রায়, সহকারি কোচ: অনুপম দে, ট্রেণার: অচিন্ত চক্রবর্তী এবং ফিজিও: সুহাগ চন্দ্র সাহা।