ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। ত্রিপুরা বডি বিল্ডার্স এসোসিয়েশন এর উদ্যোগে উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় তৃতীয় রাজ্য ভিত্তিক বডিবিল্ডিং প্রতিযোগিতা। রবিবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলন করে রাজ্য ভিত্তিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়। সাথে উপস্থিত ছিলেন প্রবীর দাস, আগরতলা থেকে আগত বডি বিল্ডার্স তনয় দাস, মনিপুর থেকে আগত বডি বিল্ডার্স কৃষান সিং সহ বিশিষ্ট জনেরা।
এদিন গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন গোমতী জেলা বডি বিল্ডার্স এসোসিয়েশন এর সম্পাদক মাথুর নন্দী। এদিন সিনিয়র ওপেন বডিবিল্ডিং, জুনিয়র ওপেন বডিবিল্ডিং এবং ওমেন ফিটনেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে এদিন বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এদিন এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বডি বিল্ডার্সদের পাশাপাশি সাধারন মানুষের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।