Cricket : ধর্মনগরে স্কুল ক্রিকেট :  কুশলের ৬ উইকেট কদমতলা কে হারিয়ে বি বি আই জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। বিপক্ষের ব্যাটসম্যানদের উপর স্ট্রিম রোলার চাপালো কুশল মজুমদার। কদমতলা স্কুলের বিরুদ্ধে। কুশলের অনবদ্য বোলিংয়ে বড় ব্যবধানে জয় পেলো বি বি আই। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। সোমবার বি বি আই ১৫৫ রানে পরাজিত করে কদমতলা স্কুলকে। বিজয়ী দলের কুশল ৬ উইকেট পেয়েছে।

বি বি আই মাঠে এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বি বি আই ৩৬.‌৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৬ রান করে। দল সর্বোচ্চ ৪৯ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে তুষার চৌধুরি ৩০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, জীবন দেবনাথ ৩২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮,পিনাক কুমার দেব ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০,প্রীয়াংশু দে ১৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। কদমতলা স্কুলের পক্ষে অঞ্জন রিয়াং (‌৩/‌১৫), শৌভিক চক্রবর্তী (‌৩/‌৪৭) এবং অভয় চক্রবর্তী (‌২/‌১২) সফল বোলার।‌‌‌

জবাবে খেলতে নেমে কুশল মজুমদারের (‌৬/‌২০) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় কদমতলা স্কুল। দল সর্বোচ্চ ৯ রান পায় অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। বি বি আই স্কুলের পক্ষে কুশল ছাড়া জয়দীপ দত্ত (‌৩/‌২) সফল বোলার।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *