অমৃতসর, ১৮ এপ্রিল (হি.স.): পঞ্জাবের অমৃতসর জেলার আজনালা মহকুমার অন্তর্গত কোটলা কাজিয়া গ্রামে আতশবাজি ফেটে মৃত্যু হয়েছে ১২ বছরের একটি বালকের। এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমৃতসরের কাজিয়া গ্রামে সোমবার ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ভলিবল টুর্নামেন্টের পর আতসবাজি ফাটানোর জন্য বাজি তৈরিতে ব্যবহৃত পটাশ পিষানোর সময় বিস্ফোরণ হয়।
সেই বিস্ফোরণে সুখজিৎ সিং নামে ১২ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই বালক, দু’জনেরও বয়স ১২ বছর। তাঁদের নাম-তরণপ্রীত সিং (১২) ও সন্দীপ সিং (২২)। সুখজিতের পাশেই দু’জনে দাঁড়িয়ে ছিল। মোহিত নামে একজনের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।