চাকদহ, ১৭ এপ্রিল (হি.স.): মাত্র দুই মাস আগেই হয়েছিল বিয়ে, তার মধ্যেই মারাত্মক পরিণতি! নদিয়া জেলার চাকদহে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। চাকদহ থানার অন্তর্গত রথতলা এলাকার ঘটনা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দেবাশীষ রায় নামে এক ব্যক্তি রবিবার ভোররাতে নিজের ২৩ বছর বয়সী স্ত্রী বর্ণালী রায়কে কুপিয়ে খুন করে। পরে নিজে আত্মঘাতী হয়।
দেবাশীষের মৃতদেহ রেল লাইনের ধার থেকে পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, দু’মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। এদিকে নিহত দেবাশীষের মাকেও গুরুতর আহত অবস্থায় কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের মাকে নিয়ে দেবাশীষ রেললাইনে আত্মহত্যা করতে গিয়েছিল বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।