Dharmendra Pradhan : বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে ভারত : ধর্মেন্দ্র প্রধান

কলকাতা, ১৭ এপ্রিল (হি.স.): কোভিড পরিস্থিতিতে যখন সমগ্র বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছে সেই অবস্থার মধ্যেও ভারত উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। কলকাতায় রবিবার বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ১২১ তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে একথা জানান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান এদিন বলেন, কোভিড পরিস্থিতির পর ভারত নিজস্ব আর্থিক ক্ষতি যেভাবে সামাল দিয়েছে তা সারা বিশ্ব দেখেছে৷ দেশের শিল্প ক্ষেত্রের পুনরুত্থানে নানা নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে । তিনি বলেন, নতুন শিক্ষা নীতিতেও বিদ্যালয় স্তর থেকে শিক্ষার্থীদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণের উপর জোর দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, পূর্ব ভারতের উন্নতি হলেই দেশের সার্বিক উন্নতি সম্ভব। রাজারহাট নিউটাউনে যে আই আই টি খড়গপুর রিসার্চ পার্ক রয়েছে তার আধুনিকীকরণের কাজ চলছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। এদিন বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগপতিদের পুরষ্কৃত করেন ধর্মেন্দ্র প্রধান। প্রসঙ্গত, ভারত চেম্বার অফ কমার্সের নতুন সভাপতি হয়েছেন নন্দ গোপাল খৈতান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *