নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): রবিবার ইস্টার সানডে। মনে করা হয় ক্রূশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার তিনদিন পর যীশুখ্রীষ্ট এদিনেই পুনরুজ্জীবন লাভ করেছিলেন। যীশুর পুনরুজ্জীবন এই অলৌকিক ঘটনাকে স্মরণ করে গুড ফ্রাইডের তিনদিন পর ইস্টার সানডে হিসেবে দিনটি পালন করা হয়। এদিন দেশের সর্বত্রই গির্জায় গির্জায় চলে প্রার্থনা । ইস্টার সানডে উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, যিশুর পুনরুজ্জীবনের এই বিশেষ দিনটি সকলকে ক্ষমা, ত্যাগ ও ভালোবাসার পথ অনুসরণ করতে শেখায়।
ইস্টার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কইয়া নাইডু। এক ট্যুইট বার্তায় উপরাষ্ট্রপতি সকলের প্রতি সহানুভূতিশীল হয়ে ইস্টার উদযাপনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্টার উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন । এক ট্যুইটে প্রধানমন্ত্রী যীশু খ্রীষ্টের চিন্তাভাবনা ও আদর্শকে স্মরণ করে সামাজিক ন্যায় বিচারের পাশাপাশি সহানুভূতির ওপর জোর দিয়েছেন।

