চুড়াইবাড়ি, ১৬ এপ্রিল : ফল দোকানের আড়ালে বিলেতি মদের ব্যবসা করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে আটক এক মদ ব্যাপারী। ধৃতের নাম পিন্টু নমঃ(৩২)। তিনি ইছাই লালছড়া গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা। ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন ইছাই লালছড়া বাজারে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পিন্টু ফল দোকানের আড়ালে অবৈধ বিলেতি মদের ব্যবসা করে আসছিল। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে ঐ ফল দোকানে অভিযান চালান স্হানীয় থানার সাব ইন্সপেক্টর বুদ্ধিমান দেববর্মা সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। দোকানের ভেতর থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্রান্ডের আশিটি দামি বিলেতি মদ। আটক করা হয় দোকান মালিক তথা মদ বিক্রেতা পিন্টু নমঃকে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বিলেতি মদের বাজার মূল্য আনুমানিক পঁচিশ হাজার টাকা। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।