CM Biplab Kumar Deb : আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তির বাতাবরণ অটুট রাখতে টিএসআর জওয়ানদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ এপ্রিল (হি. স.) : ত্রিপুরা এখন উন্নয়নের পথে হাঁটছে। উন্নয়নের জন্য চাই শান্তির বাতাবরণ। রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তির বাতাবরণ অটুট রাখতে টিএসআর জওয়ানদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কাঞ্চনপুরস্থিত টিএসআর ১৩ নম্বর ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টারে এক সৈনিক সম্মেলনে একথা বলেন।

আজ সকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টিএসআর ১৩ নম্বর ব্যাটেলিয়ান হেড কোয়ার্টার পরিদর্শনে এলে তাকে জওয়ানদের তরফে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে মুখ্যমন্ত্রী টিএসআর জওয়ানদের রক্তদান শিবিরও পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টিএসআর জওয়ানের পরিবারের সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময় করেন ও তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে টিএসআর জওয়ানদের অবহিত করেন।

সৈনিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা এখন বিভিন্ন দিক থেকে এগিয়ে যাচ্ছে। রাজ্যের প্রান্তিক এলাকার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে গৃহ বন্টন, উন্নত শৌচালয় ব্যবস্থা, বাড়ি বাড়ি পাইপলাইনে পানীয়জল পৌঁছে দেওয়া সহ স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ ঘটেছে। এরফলে রাজ্যের প্রান্তিক এলাকাগুলিতে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে।

মুখ্যমন্ত্রী বলেন, আগে টিএসআরে মহিলাদের চাকুরির ব্যবস্থা ছিল না। এখন টিএসআরে মহিলাদের চাকুরির সুযোগ হচ্ছে। বর্তমান সরকার সম্প্রতি যে দুই ব্যাটেলিয়ান টিএসআর গঠন করেছে তাতে ভালো সংখ্যায় মহিলারা রয়েছেন। মহিলাদের স্বশক্তিকরণে সরকার অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে মহিলাদের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বুইসু, বিউ, বিঝু, সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে জওয়ানদের প্রীতি ও শুভেচ্ছা জানান। জওয়ানদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন মুখ্যমন্ত্রী।

টিএসআর ১৩ নম্বর ব্যাটেলিয়ান হেড কোয়ার্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি, পুলিশ সুপার কিরণ কুমার কে, ডিআইজি কে বি মারাক, কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ আচার্য প্রমুখ। টিএসআর হেড কোয়ার্টারে রক্তদান শিবিরে ৩২ জন জওয়ান রক্তদান করেন।

কাঞ্চনপুর মহকুমার টিএসআর ক্যাম্প পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জম্পুইহিলের ভাঙমুন এলাকা পরিদর্শন করেন। ভাঙমুন এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে কথা বলেন ও মতবিনিময় করেন। মুখ্যমন্ত্রী তাদের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌচাচ্ছে কিনা, গনবন্টন ব্যবস্থা সঠিকভাবে চালু রয়েছে কিনা সে বিষয়েও খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী ভাঙমুনের ইডেন ট্যুরিস্ট লজটিও পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *