Taekwondo Competition : হাইলাকান্দিতে সংবর্ধিত ত্রিপুরার ক্রীড়া সংগঠক সুজয় কর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। হাইলাকান্দিতে সংবর্ধিত হলেন ত্রিপুরার ক্রীড়া সংগঠক সুজয় কর। অসমের ওই জেলায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর পূর্বাঞ্চলীয় আমন্ত্রণমূলক তাইকুন্ডু প্রতিযোগিতা। ৯- ও ১০ এপ্রিল। তাতে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন আন্তর্জাতিক ক্যারাটে সংস্থার (‌ কিউ কুশিন কাইকান)‌ ত্রিপুরার শাখা থেকে সুজয় কর। ওই জেলার ডি এস এ ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আসর। তাতে জেলার প্রায় তিনশতাধিক খেলোয়াড় অংশ নিয়েছিলেন।

উদ্বোধনী দিনের অনুষ্ঠানে সুজয় কর সহ উপস্থিত ছিলেন হাইলাকান্দি তাইকুন্ডু সংস্থার সচিব তথা ৫ ডান ব্ল্যাকবেল্ট হোল্ডার বিভাভূষন চক্রবর্তী, অসম পলিওশন কন্ট্রোল বোর্ডের এক্জিকিউটিভ ইঞ্জিনীয়ার তথা ৭ ডান ব্ল্যাকবেল্ট হোল্ডার জয়ন্ত দাস এবং প্রাক্তন  আই এ এস সন্দীপন ধর। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে সংবর্ধনা জানানো হয় রাজ্য শাখার সংগঠক সুজয় করকে। সংবর্ধনা পেয়ে আপ্লুত সুজয়। তিনি হাইলাকান্দি জেলার তাইকুন্ডু সংস্থার কর্তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি ওই সংস্থার কর্তাদের আতিথিয়তায় মুগ্ধ তিনি। পরে খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, “নিষ্ঠা সহকারে অনুশীলন করলে সাফল্য আসবেই। সাফল্য পেতে হলে অনুশীলনের বিকল্প নেই। কোচ যেভাবে বলে তা মাথায় রেখে কঠোর অনুশীলন করে যাও”। মঞ্চে বসেই তিনি ওই জেলার খেলোয়াড়দের খেলা দেখেন এবং শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।‌ আগামীদিনেও ডাক পেলে তিনি অবশ্যই ওই জেলা যাবেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *