ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।। আজ তিরুবান্তপুরম যাচ্ছেন অন্নপূর্ণা দাসের নেতৃত্বে ত্রিপুরা দল। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সিনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেট। ১৮ থেকে ২৪ এপ্রিল তিরুবান্তপুরমে অনুষ্ঠিত হবে আসর। আগামীকাল সকাল ১১টার বিমানে কলকাতা হয়ে দক্ষিণের ওই রাজ্যে যাচ্ছেন ত্রিপুরার মহিলা ক্রিকেটাররা।
১৮ এপ্রিল আসরে প্রথম ম্যাচ খেলবে ত্রিপুরা। প্রতিপক্ষ বিহার। ওই রাজ্যের গ্রীণফিল্ড স্টেডিয়ামে হবে আসর। ১৯ এপ্রিল ঝাড়খন্ড, ২১ এপ্রিল ওড়িশা, ২২ এপ্রিল তামিলনাড়ু এবং ২৪ এপ্রিল গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে ছত্তিশগড়ের বিরুদ্ধে। আজ ওই রাজ্যে পৌঁছে শনিবার এবং রবিবার অনুশীলন করবেন ত্রিপুরার ক্রিকেটাররা। বৃহস্পতিবার বিশ্রাম দেওয়া হয় ক্রিকেটারদের। এবারের আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী ত্রিপুরার ক্রিকেটাররা। সিনিয়র এবং অনূর্ধ্ব-২৫ বালক বিভাগে ত্রিপুরা যখন চূড়ান্ত ব্যর্থ তখন রাজ্যের ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে থাকবেন ঋজু সাহাদের দিকে। মুখে কোনও কথা না বললেও রাজ্যদলের প্রতিটি ক্রিকেটারকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে।
ভালো ফলাফল করা নিয়ে প্রত্যেক ক্রিকেটারই যথেষ্ট আশাবাদী। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অন্নপূর্ণা দাস। ডেপুটি হিসাবে থাকবে ঋজু সাহা। ত্রিপুরা দল: অন্নপূর্ণা দাস (অধিনায়িকা), ঋজু সাহা (সহ অধিনায়িকা), ঝুমকি দেবনাথ, অম্বিকা দেবনাথ, নিকিতা দেবনাথ, শিউলি চক্রবর্তী, প্রীয়াঙ্কা আচার্য, সুরভি রায়, মাম্পি দেবনাথ, রিতা দেববর্মা, মৌটুসী দে, ইন্দ্ররাণী জমাতিয়া, পূজা দাস, রূম্পা সিংহ, মামন রবি দাস, সুলক্ষণা রায়, পূজা পাল, অম্বেষা দাস, প্রীয়াঙ্কা সাহা এবং কৃত্তিকা কর্মকার। কোচ: রূমা দাস, রিমা চক্রবর্তী, ট্রেণার: সুখেন্দু দে, ফিজিও: হিরালী দেববর্মা এবং ম্যানেজার: অনামিকা দেবনাথ।