Arrested : পৃথক স্থানে মদ বিক্রেতা ও জুয়াড়ি আটক

ধর্মনগর, ১৩ এপ্রিল : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মহেশপুর বাজার থেকে এক মদ বিক্রেতা এবং বৈকনী এলাকা থেকে এক জুয়াড়িকে আটক করেছে কদমতলা থানার পুলিশ। ঘটনার বিবরণ দিয়ে কদমতলা থানার ওসি সুশান্ত দেব জানান, এলাকাবাসীর কাছ থেকে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ মহেশপুর বাজারে হানা দেয়। বাজারে হানা দিয়ে এক মদ বিক্রেতাকে প্রচুর পরিমাণ বিদেশী মদসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক ব্যক্তির নাম অনিমেষ নাথ। 


অপরদিকে বৈকনী এলাকায় জুয়ার আসরে হানা দিয়ে এক জুয়াড়িকে বিভিন্ন জিনিসপত্র সহ আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক জুয়ারির নাম চিত্ত দেব। দুটি ক্ষেত্রেই পৃথক পৃথক মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দু’জনকেই বুধবার ধর্মনগর জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কদমতলা থানার বিস্তীর্ণ এলাকাজুড়ে মদ এবং জুয়াড়িদের তান্ডব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে পুলিশকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। কদমতলা থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন, এই ধরনের অভিযান প্রতিনিয়ত চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *