আগরতলা, ১৩ এপ্রিল (হি. স.) : কর্মচারীদের সপ্তাহে একদিন নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধানে ফরমান জারি করেছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল(টিটিএএডিসি) প্রশাসন। এক্ষেত্রে সোমবার ওই পোশাক পরিধানে দিন নির্দিষ্ট করা হয়েছে। এডিসি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের স্বাক্ষরিত আদেশনামা জারি হয়েছে। এই পদক্ষেপের বিরোধীতায় বিজেপির বক্তব্য, ঐতিহ্যবাহী পোশাক পরিধান ব্যক্তিগত স্বাধীনতার এক্তিয়ারভুক্ত।
আদেশনামায় লেখা রয়েছে, এডিসি-র কার্যকরী কমিটির সিদ্ধান্তক্রমে সপ্তাহে একদিন প্রশাসনের কর্মচারীদের জনজাতি ঐতিহ্যবাহী পরিধানের বিষয়টি স্থির হয়েছে। তাতে, জেলা পরিষদের চেয়ারম্যান, মুখ্য কার্যনির্বাহী সদস্য, কার্যনির্বাহী সদস্য এবং জেলা পরিষদের সদস্য সহ সমস্ত কর্মচারী ও আধিকারিকরা সপ্তাহে একদিন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করবেন।
এ-বিষয়ে এডিসি প্রশাসনের জনৈক আধিকারিক জানিয়েছেন, জেলা পরিষদ প্রশাসনে ৬ থেকে ৭ হাজার কর্মচারী বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। ওই আদেশে তাঁদের সপ্তাহে একদিন সোমবার ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে হবে।
তবে এডিসি প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিজেপি। জেলা পরিষদের সদস্য তথা বিরোধী দলনেতা হংস কুমার ত্রিপুরা বলেন, এ ধরনের পদক্ষেপের আমরা সমর্থন করি না। পোশাক পরিধান ব্যক্তিগত স্বাধীনতার এক্তিয়ারভুক্ত। তাঁর বক্তব্য, এডিসি প্রশাসনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কর্মরত রয়েছেন। এমনকি অজনজাতি সম্প্রদায়ের কর্মচারীও এডিসি প্রশাসনে কর্মরত রয়েছেন। তিনি এই পদক্ষেপকে লোক দেখানো দাবি করে কটাক্ষের সুরে বলেন, এডিসি প্রশাসন সত্যিই ঐতিহ্যবাহী মূল্যবোধের প্রচারের ভাবনায় থাকলে ঐতিহ্যবাহী পোশাক সকলের বাধ্যতামূলক করুক। শুধু তাই নয়, প্রত্যেক কর্মচারীকে নিজের পছন্দমত পোশাক পরিধানে স্বাধীনতা দেওয়া হোক। এডিসি প্রশাসনের ওই আধিকারিকের কথায়, জেলা পরিষদে কর্মরত কর্মচারীদের মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ অজনজাতি সম্প্রদায়ের রয়েছেন ।