ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। ওরিয়েন্টাল ক্লাবের দুর্দান্ত জয়। হারিয়েছে ইয়ুথ স্কোয়ারকে। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লীগ ক্রিকেট টুর্ণামেন্টে ওরিয়েন্টাল ক্লাব বুধবারের খেলায় ১৮০ রানের বিশাল ব্যবধানে ইয়ুথ স্কোয়ারকে পরাজিত করেছে। এটি ওরিয়েন্টাল ক্লাবের পক্ষে এটি গুরুত্বপূর্ণ জয় বলা যেতে পারে।
বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ইয়ুথ স্কোয়ার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ওরিয়েন্টাল ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ৪৭.৪ ওভার খেলে ওরিয়েন্টাল ক্লাব সবকটি উইকেট হারিয়ে ৩৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে তন্ময় দাসের দুর্দান্ত ১৫১ রান এবং জয়ন্ত দাসের ৪৯ রান উল্লেখযোগ্য। তন্ময় ১১২ বল খেলে ১৭টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৫১ রান সংগ্রহ করে। ইয়ুথ স্কোয়ারের রামকিশোর রিয়াং ৭৩ রানে চারটি এবং অনিরুদ্ধ সাহা দুটি উইকেট পেয়েছে।
জবাবে ব্যাট করতে নেমে ইয়ুথ স্কোয়ার ৪০.৪ ওভার খেলে ১৮০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অরিজিৎ দেবনাথের ৪৬ রান এবং সুকান্ত মজুমদারের ৪৫ রান উল্লেখ করার মতো। ওরিয়েন্টাল ক্লাবের বোলার তাপস চৌধুরী ২৩ রানে তিনটি এবং অরূপ দত্ত ও জয়জিৎ মজুমদার দুটি করে উইকেট পেয়েছে।