কলকাতা, ১২ এপ্রিল (হি.স.): আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গেল উপ-নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উপ-নির্বাচন হলেও দুই আসনেই নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি রেখেছে নির্বাচন কমিশন। ভোটপর্ব অবাধ এবং শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে।
পর পর দু’বার বিজেপি-র টিকিটে জয়ী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সাংসদ পদ ছাড়ার কারণেই উপ-নির্বাচনের ভোট হচ্ছে আসানসোলে। আসানসোলে তৃণমূলের প্রার্থী হলেন শত্রুঘ্ন সিনহা, এই কেন্দ্রে শত্রুঘ্ন সিনহার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপির অগ্নিমিত্রা পল, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বামেদের প্রার্থী হলেন পার্থ মুখোপাধ্যায়। এদিকে, গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। বালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয়, বাবুলের মুখোমুখি বিজেপির কেয়া ঘোষ। বিজেপি-র মহিলা মোর্চার কমিটির সদস্য কেয়া। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বাম প্রার্থী হলেন সায়রা শাহ হালিম।
ভোটগ্রহণ শুরু হওয়ার পরই আসানসোলের একাধিক বুথে রাজ্য পুলিশ থাকার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। শুধুমাত্র আসানসোল নয়, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুটি বুথের ভিতরেও পুলিশকে দেখা গিয়েছে বলে অভিযোগ বিজেপির। পাঠভবন এবং মডার্ন হাফ স্কুলের ভিতরে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে। এই নিয়ে প্রশ্ন করে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, উভয় কেন্দ্রের উপ-নির্বাচনের ভোটগণনা হবে আগামী ১৬ এপ্রিল।