ত্রিপুরা : সাধারণ ডিগ্রি কলেজে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার তীব্র বিরোধীতায় কংগ্রেস

আগরতলা, ১২ এপ্রিল (হি. স.) : সাধারণ ডিগ্রি কলেজে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার তীব্র বিরোধীতা করলেন প্রাক্তন বিজেপি বিধায়ক তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ। তাঁর বক্তব্য, কম্পিউটার কিংবা এন্ড্রয়েড মোবাইল ছাড়া ওই প্রবেশিকা পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে প্রত্যন্ত এলাকার গরীব অংশের ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে।

আজ সাংবাদিক সম্মেলনে সুদীপ বাবু বলেন, কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করতে চাইছে। কারণ, তাতে কর্মসংস্থানের পথ সংকুচিত হলেও কেন্দ্রীয় সরকারকে সমালোচনার মুখোমুখি হতে হবে না। সেই পথেই ত্রিপুরা সরকারও হাটছে।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় প্রত্যন্ত অঞ্চলে গরীব পরিবারে অনেকের কাছে এন্ড্রয়েড মোবাইল নেই। শুধু তাই নয়, বিদ্যালয়গুলিতে কম্পিউটারের ব্যবস্থাও নেই। ফলে, কলেজে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষায় গরীব অংশের মেধাবী ছাত্রছাত্রীরাও অংশ নিতে পারবেন না। তাঁর অভিযোগ, কেন্দ্রের ওই সিদ্ধান্তে মূলত বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে উত্সাহ দেওয়া হচ্ছে। সরকারী কলেজে যাঁরা ভর্তি হতে পারবেন না তাঁরা বাধ্য হয়ে বেসরকারি কলেজে ভর্তি হবেন। এক্ষেত্রে গরীব অংশের ছাত্রছাত্রীদের জন্য উচ্চ শিক্ষার দরজা বন্ধ হতে চলেছে।এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস প্রভারী অজয় কুমার জনজাতিদের জন্য বাজেটে উপযুক্ত বরাদ্দ না করার জন্য ত্রিপুরা সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ত্রিপুরা ২০টি জনজাতি সম্প্রদায় রয়েছে। কিন্ত, তাঁদের বঞ্চনা সমানে চলছে। ত্রিপুরায় ৩৩ শতাংশ জনজাতি সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও প্রয়োজন অনুযায়ী বাজেটে বরাদ্দ করছে না রাজ্য সরকার। তাঁর বক্তব্য, মোদী সরকার রাজ্য সহ দেশের প্রত্যেক মানুষকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করছে। মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য যে কোন ইস্যুতে রাজনৈতিক রঙ লাগানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *