Sushant Chowdhury : “অমৃত সমাগম” শীর্ষক সম্মেলনে আজাদী কা অমৃত মহোৎসবের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে আলোকপাত করা হবে, অংশ নিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

নয়াদিল্লি, ১২ এপ্রিল : “অমৃত সমাগম”- আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীদের সম্মেলনে ত্রিপুরা রাজ্যের হয়ে অংশ নিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী  সুশান্ত চৌধুরী।

আজ সকালে নয়াদিল্লীর অশোকা হোটেলের কনফারেন্স হলঘরে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুইদিন ব্যাপী এই সম্মেলনে আলোচনার বিষয় গুলির মধ্যে রয়েছে যুগান্তকারী আজাদী কা অমৃত মহোৎসবে জনসাধারনের অংশগ্রহণ। যেমন, হর ঘর ঝান্ডা, আন্তর্জাতিক যোগ দিবস, ডিজিটাল জেলা ভান্ডার, স্বতন্ত্র স্বর এবং মেরা গাও মেরি ধারোহর।

আজাদী কা অমৃত মহোৎসব সূচনার পর প্রথম বছর শেষ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক ১২ এবং ১৩ এপ্রিল দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে। ‘অমৃত সমাগম’ শীর্ষক এই সম্মেলনে আজাদী কা অমৃত মহোৎসবের অগ্রগতি, বিশেষ করে গুরুত্বপূর্ণ উদ্যোগ গুলি সম্পর্কে আলোকপাত করা হবে।সম্মেলনে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজাদী কা অমৃত মহোৎসব হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের একটি ফ্লাগশিপ উদ্যোগ, যা ভারতের স্বাধীনতার ৭৫ বছর স্মরণে চালু করা হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা আন্দোলনের দেশপ্রেমিকদের স্মরণ করা। মুক্তিযোদ্ধাদের অবদান কে তুলে ধরা। এছাড়া, ভারত@ ২০৪৭-এর জন্য একটি ভিশন তৈরি করা। আজকের সম্মেলনে  উদ্বোধনী ভাষণ রাখেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জি কিষান রেড্ডি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের তিন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, মিনাক্ষি লেখি এবং অজয় ভাট। অধিবেশন গুলিতে বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধিরা তাদের উপস্থাপনা সম্মেলনে তোলে ধরবেন। সম্মেলনে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে দপ্তরের  অধিকর্তা রতন বিশ্বাসও অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *