ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল।। দুর্দান্ত জয় পেয়েছে প্রগতি বিদ্যাভবন। বনেদি বিদ্যালয় শ্রী কৃষ্ণ মিশন স্কুলকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রগতি বিদ্যাভবন আন্তঃস্কুল ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। বিশেষ করে সম্রাট দাসের অনবদ্য অপরাজিত শতরানের দৌলতে প্রগতি বিদ্যাভবন দুর্দান্ত জয় পেয়েছে। সম্রাট শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও সুরয ও উজ্জ্বলকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষের শিবিরে একপ্রকার ধস নামিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে।
ইতিমধ্যে টিসিএ আয়োজিত সদর আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হবে আগামীকাল থেকে। মঙ্গলবার সকাল ন’টায় এমবিবি স্টেডিয়ামে খেলা শুরুতে টস জিতে প্রগতি বিদ্যাভবন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রী কৃষ্ণ মিশন স্কুলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ৪৫ ওভারে শ্রী কৃষ্ণ মিশন স্কুল ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ময়ূখ চক্রবর্তীর ৩৪ রান এবং মাহিন চৌধুরীর ৩১ রান উল্লেখ করার মতো। প্রগতি বিদ্যাভবনের সূরয সোম ২৬ রানে ৪টি, সম্রাট দাস ২০ রানে তিনটি এবং উজ্জ্বল দাস ২৯ রানে ২ উইকেট পেয়েছে।
জবাবে ব্যাট করতে নেমে প্রগতি বিদ্যাভবন ২৮.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বিশেষ করে সম্রাট দাসের অনবদ্য অপরাজিত শতরান দলকে সহজ জয় এনে দেয়। সম্রাট ৭৭ বল খেলে কুড়িটি বাউন্ডারির সৌজন্যে ১০৮ রান করে অপরাজিত থেকে দলকে জয়ী করার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচের খেতাবও ছিনিয়ে নেয়। শ্রী কৃষ্ণ মিশন স্কুলের সোমরাজ ভৌমিক দুটি উইকেট পেয়েছে ২২ রানের বিনিময়ে। দিনের খেলা: বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন বনাম নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের কোয়াটার ফাইনাল ম্যাচ। এমবিবি স্টেডিয়ামে, সকাল ন’টায়।