Amit Shah: প্রতিটি নাগরিকের ছোট সঙ্কল্পে আরও শক্তিশালী ও মহান হতে পারে আমাদের দেশ : অমিত শাহ

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): ভারতের প্রতিটি নাগরিকের ছোট সঙ্কল্পের শক্তিশালী ও মহান হতে পারে ভারতে। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার ‘অমৃত সমাগম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “নাগরিকরা যদি ক্ষুদ্র সঙ্কল্পও গ্রহণ করেন, তাহলে ১৩০ কোটি জনসংখ্যার এই দেশ আরও শক্তিশালী ও মহান হয়ে উঠতে পারে। আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সচেতন হতে হবে, স্বাধীনতা আন্দোলনের বীরদের নিয়ে উদযাপন করতে হবে।” ‘অমৃত সমাগম’ হল একটি অনুষ্ঠান, যা “আজাদি কা অমৃত মহোৎসবের’ অধীনে বছরব্যাপী উদ্যোগগুলি তুলে ধরবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেছেন, “আজাদি কা অমৃত মহোৎসবের বছরকে সঙ্কল্পের বছর হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সমগ্র দেশের জনগণকে ব্যক্তিগতভাবে স্বাধীনতার অমৃত মহোৎসবের রূপে কিছু সঙ্কল্প নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যা ভারতকে এগিয়ে নিয়ে যাবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “আজাদি কা অমৃত মহোৎসব সঙ্কল্প গ্রহণের বছর এবং আগামী ২৫ বছরের অমৃতকাল হল সঙ্কল্প বাস্তবায়িত করার সময়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *