নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): প্রতিকূল ভূপ্রকৃতিতে কপ্টারবাহী হেলিনা অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল আবারও সফলভাবে লক্ষ্যভেদ করেছে। পোখরানের পর এবার কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে হেলিকপ্টার থেকে লক্ষ্যভেদ করল হেলিনা অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র। আকাশ থেকে শত্রুর ট্যাঙ্ককে আঘাত করার ক্ষমতা আয়ত্ত করে ফেলল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)।
মঙ্গলবার সকালে ডিআরডিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার লাদাখে স্বদেশী অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার থেকে সফলভাবে লক্ষ্যভেদ করেছে হেলিনা অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র। ডিআরডিও-র তৈরি এই হালকা ও সহজে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ইনফ্রারেড রশ্মি দ্রুত শত্রুর ট্যাঙ্ককে চিহ্নিত করতে পারে। রাতেও ব্যবহার করা যায়।