গুজরাটের আদালাজে ছাত্রাবাস ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন, রয়েছে অনেক আধুনিক সুবিধা

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): গুজরাটের আদালাজে শ্রী অন্নপূর্ণাধাম ট্রাস্টের একটি ছাত্রাবাস ও এডুকেশন কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শেষ হল দীর্ঘ প্রতীক্ষা। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের আদালাজে ওই ছাত্রাবাস ও এডুকেশন কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ছাত্রাবাস এবং এডুকেশন শিক্ষা কমপ্লেক্সে ৬০০ জন শিক্ষার্থীর জন্য ১৫০টি কক্ষের থাকার ও বোর্ডিং সুবিধা রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে জিপিএসসি এবং ইউপিএসসি পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র, ই-লাইব্রেরি, কনফারেন্স রুম, স্পোর্টস রুম, টিভি রুম এবং শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সুবিধা। এদিন জন সহায়ক ট্রাস্টের হীরামণি আরোগ্য ধামের ভূমিপুজোও করেছেন প্রধানমন্ত্রী।

এই অনুষ্ঠানে নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “মা অন্নপূর্ণার এই পবিত্র ধামে আস্থা, আধ্যাত্মিকতা এবং সামাজিক দায়িত্বের সঙ্গে সম্পর্কিত আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি ধন্য। সমৃদ্ধির দেবী অন্নপূর্ণার প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। মা অন্নপূর্ণার প্রতি পরম শ্রদ্ধার কারণেই আমরা কয়েক মাস আগে মা অন্নপূর্ণার মূর্তি কানাডা থেকে কাশীতে ফিরিয়ে এনেছি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “মা অন্নপূর্ণা মাতার এই মূর্তি কয়েক দশক আগে কাশী থেকে চুরি করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। বিগত সাত-আট বছরে আমাদের সংস্কৃতির এমন অনেকগুলি নিদর্শন বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে।” এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কেন্দ্রীয় সরকার জেলা হাসপাতালে বিনামূল্যে ডায়ালাইসিসের সুবিধা শুরু করেছে, সেক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা আরও শক্তি যোগাতে চলেছে। এই সমস্ত প্রচেষ্টা এবং পরিষেবার জন্য আপনাদের সকলেই প্রশংসা প্রাপ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *