নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): দেশের প্রতিটি অভাবী পরিবারকে নিজস্ব বাড়ি প্রদানের ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে দেশবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-এর একজন সুবিধাভোগীকে লেখা উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা লিখেছেন।
‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র সুবিধাভোগী, মধ্যপ্রদেশের সাগর জেলার সুধীর কুমার জৈন, প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে জানিয়েছেন, আবাসন প্রকল্পটি গৃহহীন দরিদ্র পরিবারের জন্য আশীর্বাদ স্বরূপ। সুধীর জানিয়েছেন, তিনি একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং বহুবার বাড়ি পরিবর্তন করেছেন। বারবার বাড়ি বদলানোর বেদনা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবগত করেছেন তিনি। নিজস্ব বাড়ি পাওয়া সুধীরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানান, “বাড়ি বলতে শুধু ইট ও সিমেন্ট দিয়ে তৈরি করা কাঠামো বোঝায় নয়। আমাদের অনুভূতি এবং আকাঙ্ক্ষাও যুক্ত থাকে।”