মুম্বই, ১২ এপ্রিল (হি.স.): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণ খেলাপি মামলায় প্রধান অভিযুক্ত নীরব মোদীর ঘনিষ্ঠ সহযোগী সুভাষ পরবকে (সুভাষ শঙ্কর) দেশে ফিরিয়ে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। পিএনবি ঋণ খেলাপি মামলার এই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মঙ্গলবার মিশরের কায়রো থেকে ফিরিয়ে আনা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কি-না সে বিষয়ে জানা যায়নি।
মিশরের কায়রো থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে ৪৯ বছর বয়সী সুভাষ শঙ্করকে। ২০১৮ সালে নীরব মোদীর মতই দেশ ছেড়ে পালিয়েছিল সুভাষ। সিবিআই জানতে পারে নীরবের এই সহযোগী কায়রো-তে রয়েছে, সেখান থেকেই তাকে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। নীরব মোদীর কোনও একটি কোম্পানিতে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করত সুভাষ।