এমএলসি নির্বাচনেও উত্তর প্রদেশে বিজেপির জয়জয়কার, ২৭ আসনে খাতা খুলল না সপা-র

লখনউ, ১২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশে বিধান পরিষদের নির্বাচনেও বিজেপির জয়জয়কার। ২৭টি আসনে খাতাই খুলতে পারেনি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বিধান পরিষদে (এমএলসি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই ন’টি আসন জিতেছে বিজেপি। মঙ্গলবার সকাল থেকে উত্তর প্রদেশ বিধান পরিষদের ২৭টি আসনে ভোটগণনা শুরু হয়।

জৌনপুর থেকে জিতেছেন বিজেপির ব্রিজেশ সিং প্রিংশু, রায়বেরেলি থেকে বিজেপির দীনেশ প্রতাপ সিং এবং বাহরাইচ-শ্রাবস্তী থেকে ডক্টর প্রজ্ঞা ত্রিপাঠী জয়ী হয়েছেন। কারাবন্দী ব্রিজেশ সিংয়ের স্ত্রী নির্দল প্রার্থী অন্নপূর্ণা সিং বারাণসী আসন থেকে জিতেছেন। মহারাজগঞ্জে জিতেছেন বিজেপির সি পি চন্দ, হেরেছেন সমাজবাদী পার্টির রজনীশ যাদব। লখনউ-উন্নাও থেকে জিতেছেন বিজেপি প্রার্থী রামচন্দ্র প্রধান। ইতিমধ্যেই জয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *