দেওঘর, ১২ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার পর প্রায় ৪৮ ঘণ্টা অতিক্রান্ত। প্রতিকূল পরিস্থিতি ও কুয়াশা ঘেরা আবহাওয়া সত্ত্বেও দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে আটকে থাকা মানুষদের উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় দূর্যোগ ব্যবস্থাপনা বাহিনী, বায়ুসেনা, আইটিবিপি, সেনাবাহিনী ও পুলিশ। এখনও অবধি ৪২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, এখনও বেশ কিছু মানুষ রোপওয়ের ভেতরে জীবন ও মৃত্যুর মাঝে ঝুলে রয়েছেন। সেই সংখ্যাটা ৭ বলে জানা গিয়েছে।
আইটিবিপি মঙ্গলবার সকালে জানিয়েছে, এদিন সকালেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন মহিলা ও দু’টি শিশু। ৩-৫ জন সম্ভবত ট্রলিতে আটকে রয়েছেন এখনও। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। রোপওয়ে দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এয়ারলিফ্টের সময় নিরাপত্তা বেল্ট খুলে যাওয়ায় ৮৬০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছিল সোমবার। তার আগে একজনের মৃত্যু হয়েছিল। সোমবার যে যুবকের মৃত্যু হয়েছিল তাঁর নাম রাকেশ মন্ডল (৩৬)। দুমকা জেলার সরাইহাট থানার অন্তর্গত কাকনি গ্রামের বাসিন্দা সে।