Arrested : প্রতাপগড়ে জুয়ার আসরে গ্রেফতার ১০, উদ্ধার ২৯১০ টাকা

আগরতলা, ১২ এপ্রিল : আগরতলা পূর্ব থানার পুলিশ প্রতাপগড় এলাকায় একটি মেলা চলাকালীন সময়ে জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ২৯১০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক জুয়াড়িদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় থানায় মামলা গ্রহণ করেছে পুলিশ।

ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে আগরতলা পূর্ব থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণু দেবনাথ জানিয়েছেন, প্রতাপগড় এলাকায় একটি মেলার আয়োজন করা হয়েছিল। ওই মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসে। পুলিশ জুয়াড়িদের আগে থেকেই সতর্ক করে দিয়েছিল। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে ওইসব জুয়াড়িরা মেলায় জুয়ার আসর নিয়ে বসে। সে কারণেই পূর্ব থানার পুলিশ জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, শুধু প্রতাপগড় নয়, রাজ্যের বিভিন্ন স্থানে চড়ক মেলা সহ এই মরশুমে যেসব মেলা বসে সবকটি ক্ষেত্রেই জুয়াড়িদের রমরমা পরিলক্ষিত হয়ে থাকে। জুয়া খেলা রীতিমত ট্রেডিশনে পরিণত হয়েছে। ভয়ঙ্কর জুয়ার আসরে বসে বহু মানুষ হাজার হাজার টাকা খোয়াচ্ছেন। এই সর্বনাশা জুয়ার বিরুদ্ধে পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে পূর্ব থানার সাব-ইন্সপেক্টর বিষ্ণু দেবনাথ জানিয়েছেন।

উল্লেখ্য, পুলিশ তৎপর হলে যে কোনো অপরাধ প্রবণতা বন্ধ করা সম্ভব প্রতাপগড় জুয়ার আসরে হানা দিয়ে ১০ জুয়াড়িকে আটক করার মধ্য দিয়ে আগরতলা পূর্ব থানার পুলিশ সেটাই প্রমাণ করে দিয়েছে। প্রকৃতপক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে চড়ক মেলা সহ অন্যান্য মেলা ও পূজা-পার্বণকে কেন্দ্র করে যেসব জুয়ার আসর বসে সেগুলিতে  পুলিশের মদন থাকে বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *