বরদোয়ালি স্কুল-২৬৫
বেলাবর স্কুল-১০২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল।। দ্বীপ দাসের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো বরদোয়ালি স্কুল। অনেকটা হেলায় হারিয়ে দিলো বেলাবর স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ সদর আন্ত: স্কুল ক্রিকেটে। সোমবার এম বি বি স্টেডিয়ামে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে বরদোয়ালি স্কুল ১৬৩ রানে পরাজিত করে বেলাবর স্কুলকে। ব্যাট এবং বল- উভয় বিভাগেই এদিন দাপট দেখায় বরদোয়ালি স্কুলের ক্রিকেটাররা।
এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বরদোয়ালি স্কুল ৪৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৫ রান করে। দলের পক্ষে দ্বীপ দাস ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪০, আলফা দেববর্মা ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯,অদিত্য দে ৪৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৬, শুভম চন্দ্র দাস ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩২,অনামূল হক ৩৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৭, পরিতোষ দেবনাথ ২৪ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং স্বাত্তিক দত্ত ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪৩ রান।
বেলাবর স্কুলের পক্ষে অমিত সরকার (৩/২৯) এবং বিজয় দাস (৩/৫৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে বেলাবর স্কুল ২৫.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুমন সাহা ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪, তন্ময় সিনহা ৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং সুকান্ত পাল ১৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। বরদোয়ালি স্কুলের পক্ষে দবীপ দাস (৩/১৩), স্বাত্তিক দত্ত (৩/৩৫) এবং বিশাল দাস (২/২৩) সফল বোলার।