Narendra Modi: গুজরাটের ফ্যাক্টরিতে বিস্ফোরণে মৃত ৬, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

আহমেদাবাদ, ১১ এপ্রিল (হি.স.): গুজরাটের ভারুচ জেলায় রাসায়নিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ ও আগুনে প্রাণ হারালেন ৬ জন শ্রমিক। সোমবার ভোররাত তিনটে নাগাদ আহমেদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দাহেজ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ওম অর্গানিক ফার্ম নামক রাসায়নিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরই আগুন ধরে যায় ফ্যাক্টরিতে।

ভারুচের পুলিশ সুপার লীনা পাটিল জানিয়েছেন, সোমবার ভোররাত তিনটে নাগাদ দাহেজ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ওম অর্গানিক ফার্ম নামক রাসায়নিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। ৬ জন শ্রমিক চুল্লির কাছে কাজ করছিলেন, দ্রাবক পাতন প্রক্রিয়া চলাকালীন হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এরপর আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জন শ্রমিকের। পরে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিভিয়ে ফেলা হয় আগুন। এই ঘটনায় কেউ আহত হননি। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *