BJP Dilip Ghosh : তৃণমূল রামনবমীর কিছুই বোঝে না, দাবি দিলীপ ঘোষের

কলকাতা, ১০ এপ্রিল (হি.স.) : রামনবমীকে কেন্দ্র করে ফের তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রবিবার অন্ডালে আসানসোল লোকসভা উপনির্বাচনে শেষদিনের প্রচারে দলের তরফ থেকে অন্ডালে একটি বিরাট মিছিলের আয়োজন করা হয়। সেই র‍্যালিতেই যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ।

তিনি বলেন, তৃণমূল রামনবমীর কিছুই বোঝে না। যারা খুনখারাবির কাজ করে তারা রামের নাম নেয় কি করে? ভারতীয় জনতা পার্টি রামভক্ত পার্টি। রামনবমী আমাদের বড় উৎসব। সমাজের সবার সঙ্গে আমরাও সম্মিলিত হয়েছি এই উৎসবে। এদিন অন্ডালের ওয়ার্কশপ কলোনি থেকে রামনবমী উপলক্ষে র‍্যালির আয়োজন করা হয়। সেখানে ছিলেন দিলীপ ঘোষ সহ দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই।

করোনা পরিস্থিতিতে গত দুবছর রাজ্যে জাঁকজমক করে রামনবমী পালন করতে পারেনি বিশ্ব হিন্দু পরিষদ। এ বার তাই রাজ্যের বিভিন্ন জায়গায় বড় আকারে রামনবমী পালন ও শোভাযাত্রায় উদ্যোগী হয়েছে তারা। অনেক আগে থেকেই জেলায় জেলায় প্রস্তুতির নির্দেশ পাঠানো হয়। রাজ্যের প্রতিটি ব্লকেই কোনও না কোনও কর্মসূচি রয়েছে এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *