চাঁচল, ১০ এপ্রিল (হি. স.) : মালদার চাঁচলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি টোটো উল্টে মা ও মেয়ে সহ তিনজন গুরুতর জখম হয়েছেন। রবিবার সকালে চাঁচল-আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম মহারাজ সেতু সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তড়িঘড়ি জখম যাত্রীদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁদের চিকিৎসা চলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের দিকে তাঁরা সকলেই চাঁচলে বাজার করে টোটোতে বাড়ির দিকে যাচ্ছিল। এরপরই কলিগ্রাম মহারাজ সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খুব দ্রুত গতিতে ওই টোটো চালক যাচ্ছিল। সামনের দিকে আসছিল এক বাইক আরোহী। তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই উলটে যায় টোটোটি। যদিও টোটো চালক নিরাপদ রয়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন রুমি বিবি(৪৭) ও তাঁর মেয়ে নিশানা খাতুন(২০)। বাড়ি মুলাইবাড়িতে। অপর জখম ব্যক্তির নাম মহম্মদ হাসানুজ্জামান(৪১)। বাড়ি নদিসিক এলাকায়।