চালসা, ১০ এপ্রিল (হি. স.) : রাতের অন্ধকারে ছোট গাড়িতে করে পাচার হচ্ছিল চোরাই সেগুন কাঠ। গোপন সূত্রে খবর পেয়ে সেই গাড়ি সমেত কাঠ উদ্ধার করল বন বিভাগের কর্মীরা। গাড়িতে থাকা এক ব্যক্তিকেও হাতেনাতে ধরে ফেলেন বনকর্মীরা। যদিও গাড়িতে থাকা বাকি ২ জন পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি বনকর্মীরা।
রবিবার বনদফতর সূত্রে জানা গেছে, শনিবার রাতে চালসা থেকে জাতীয় সড়ক ধরে মালবাজারের দিকে কাঠ ভর্তি ওই গাড়িটি যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বিট অফিসার মনুয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা চালসায় জাতীয় সড়কে রাতে ওঁত পেতে ছিল। এরপর রাতে ওই গাড়িটিকে পিছন দিক থেকে ধাওয়া করে। বনকর্মীদের ধাওয়া বুঝতে পেরে গাড়িচালক কাঠ সমেত গাড়িটি চালসা গোলাই এলাকায় দাঁড় করিয়ে দেয়। ওইসময় ২ জন পালিয়ে যেতে সক্ষম হলেও ১ জনকে হাতেনাতে ধরে ফেলেন বনকর্মীরা। চালসার রেঞ্জার শুভেন্দু দাস বলেন, ‘বাজেয়াপ্ত হওয়া সেগুন কাঠের বাজার মূল্য লক্ষাধিক টাকা। গাড়ির মালিকের খোঁজ চলছে।