Ram Navami : ঋষিকেশে রাম নবমীর শোভাযাত্রা

ঋষিকেশ, ১০ এপ্রিল (হি. স.) : চৈত্র প্রতিপদে নবরাত্রির শেষে রবিবার নব দুর্গার পূজার পর ভজন কীর্তনের মধ্য দিয়ে শহরে ভগবান শ্রী রামের জন্ম উদযাপন করা হয়। ত্রিবেণী ঘাটে অবস্থিত রঘুনাথ মন্দির এবং গোপাল মন্দির থেকেও শহরে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।

রবিবার সকালে নবরাত্রি শেষ হওয়ার পর সকল মন্দিরে মেয়েদের পূজার পাশাপাশি নব দুর্গা পূজা করা হয়, এরপর শহরের ভগবান শ্রী রামের জন্ম উদযাপন উপলক্ষে ত্রিবেণী ঘাটে অবস্থিত রঘুনাথ মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাসিন্দারা ফুল দিয়ে স্বাগত জানান। মুখার্জি মার্গে অবস্থিত গোপাল মন্দির থেকে একটি শোভাযাত্রাও ব্যান্ড নিয়ে শহরে ভগবান শ্রী রামের সঙ্গে ট্যাবলো বের হয়। রঘুনাথ মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রায় রঘুনাথ মন্দিরের ট্রাস্টি বিপিন আগরওয়াল, বিনীত আগরওয়াল ছাড়াও মন্দিরের ম্যানেজার রাহুল শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *