Covid19 : দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ, আক্রান্ত ১,০৫৪ ও মৃত্যু ২৯ জনের

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১,০৫৪ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১,২৫৮ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ২৩৩।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে গত ২৪ ঘন্টার মধ্যে ১,০৫৪ টি নতুন কোভিড সংক্রমণের খবর পাওয়া গেছে যার ইতিবাচক হার ০.২৫ শতাংশ। মন্ত্রকের মতে, গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণের কারণে ২৯ জন রোগী প্রাণ হারিয়েছেন এবং মৃতের সংখ্যা ৫,২১,৬৮৫ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১২৫৮ জন কোভিড রোগী এই রোগ থেকে সুস্থ হয়েছেন এবং মহামারী শুরুর পর থেকে মোট পুনরুদ্ধারের সংখ্যা ৪,২৫,০২,৪৫৪ জনে দাঁড়িয়েছে। দেশে পুনরুদ্ধারের হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *