Earthquake : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪.৯ মাত্রার ভূমিকম্প

পোর্টব্লেয়ার, ১০ এপ্রিল (হি.স.) : রবিবার সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্পবেল উপসাগরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৪.৯।

ক্যাম্পবেল উপসাগর থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে সকাল ৭.০২ মিনিটে ভূমিকম্প ঘটে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, বুধবার সন্ধ্যা ৬:০৭ মিনিটে ভূমিকম্প হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাম্পবেল উপসাগরে রিখটার স্কেলে ৪.৪ মাত্রার আরেকটি ভূ-কম্পনের তিন দিন পর এদিন ফের আসে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) হল ভারত সরকারের নোডাল এজেন্সি যা দেশের ভূমিকম্পের কার্যকলাপ পর্যবেক্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *