লখনউ, ৯ এপ্রিল (হি.স.): হ্যাক হয়ে গেল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট। শুক্রবার গভীর রাতে হ্যাক হয়ে যায় যোগী আদিত্যনাথের কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট, প্রায় ৪ ঘন্টার জন্য হ্যাকারদের কবলে থাকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দফতরের (সিএমও) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। এই সময়ে উদ্ভট টুইট পোস্ট করা হয়। পরে শনিবার ভোররাতে আগের চেহারায় ফিরে আসে সেই টুইটার অ্যাকাউন্ট। হ্যাকাররা যে সমস্ত টুইট করেছিল, তা মুছে ফেলা হয়।
শুক্রবার রাত ১২.৩০ মিনিট থেকে প্রায় ৪ ঘন্টার জন্য হ্যাকারদের কবলে থাকে যোগী আদিত্যনাথের কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট। হ্যাক হয়ে যাওয়ার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে উদ্ভট টুইট পোস্ট করা হতে থাকে। পাল্টে দেওয়া হয় অ্যাকাউন্টের ছবি। একটি কার্টুনের ছবি ব্যবহার করা হয়। একাধিক রিপোর্ট অনুযায়ী, শতাধিক টুইট পোস্ট করা হয়। একাধিক টুইটে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনার, ক্রিপ্টোকারেন্সির ভক্ত থেকে ইলন মাস্কের অনুরাগীদের ট্যাগ করা হয়। সঙ্গে পুরনো টুইটও ডিলিট করে দেওয়া হয়। শেষপর্যন্ত ভোররাতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট স্বাভাবিক ছন্দে ফেরে। যে অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ৪০ লক্ষের বেশি।