শ্রীনগর, ৯ এপ্রিল (হি.স.): দক্ষিণ কাশ্মীরের দুই জেলায় পৃথক দু’টি এনকাউন্টারে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের একজন কমান্ডার। অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় নিকেশ হয়েছেন লস্কর সংগঠনের একজন জঙ্গি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, অনন্তনাগে নিকেশ হওয়া লস্কর কমান্ডারের নাম নিসার দার। কুলগামে নিহত জঙ্গির নাম জানা যায়নি।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছেন, শনিবার ভোররাতে দক্ষিণ কাশ্মীরের দুই জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সুরক্ষা বাহিনীর। অনন্তনাগ জেলার সিরহামা এলাকায় লস্কর জঙ্গিকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, কুলগাম জেলার ডি এইচ পোরা এলাকার চাকি সামাদ এলাকায় এক জঙ্গিকে ঘিরে ফেলেন জওয়ানরা। পরে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, অনন্তনাগ এনকাউন্টারে নিকেশ হয়েছে এক লস্কর কমান্ডার এবং কুলগামে নিকেশ হয়েছে স্থানীয় এক লস্কর জঙ্গি।