ভুবনেশ্বর, ৯ এপ্রিল (হি.স.) : ওড়িশার ভিজিল্যান্স বিভাগ ভুবনেশ্বরে দুটি পৃথক অভিযানে ৩.৪১ কোটি টাকার নগদ উদ্ধার করেছে। এই পরিমাণ নগদ উদ্ধার যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ বলে শনিবার ভিজিল্যান্স বিভাগের নির্দেশক ওয়াই কে জেথওয়া জানিয়েছেন।
এদিন তিনি জানিয়েছেন, রাজ্যের ক্ষুদ্র সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কার্তিকেশ্বর রাউলের দ্বিতীয় স্ত্রী কল্পনা প্রধান-র অ্যাপার্টমেন্ট থেকে ২.৫০ কোটি টাকা এবং তার বোনের বাড়ি থেকে ১.৪১ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, “কল্পনা প্রধানকে জিজ্ঞাসাবাদের সময় সে তার বোনের বাড়িতে আরও নগদ, সোনা ইত্যাদি লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। তাঁর কথার ভিত্তিতে শনিবার ভোরে ওড়িশা ভিজিল্যান্সের একটি দল তার বোনের বাড়িতে হানা দিয়ে ১.৪১ কোটি টাকা নগদ উদ্ধার করে। ” এছাড়া নগদ সহ প্রায় ৩৫৪ গ্রাম সোনা এবং ৭৮,৫০,০০০ টাকার নগদ অর্থ লেনদেনের সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।