শ্রীনগর, ৮ এপ্রিল (হি.স.) : জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি মোটরবাইক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ৩ জনের। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার গারানি এলাকায়। মৃতদের নাম-সেলিম (৪৫), তাঁর স্ত্রী শান্তি দেবী (৪০) ও মেয়ে রিঙ্কু (২০)। তাঁদের বাড়ি রিয়েসি জেলার আরনাস এলাকায়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার হাইওয়ের ওপর থেকে যাওয়ার সময় গারানি এলাকায় জে কে ০২ বি ৪৭৩৯ নম্বরের একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে উধমপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ৩ জনকেই মৃত বলে জানান চিকিৎসকরা।