নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে দেখুন অথবা জাতীয় দৃষ্টিকোণ থেকে, বিজেপির দায়িত্ব, প্রতিটি বিজেপি কর্মীর দায়িত্ব ক্রমাগত বাড়ছে। তাই বিজেপির প্রতিটি কর্মী দেশের স্বপ্নের প্রতিনিধি, দেশের সঙ্কল্পের প্রতিনিধি। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ৪২ তম প্রতিষ্ঠা দিবসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিজেপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারিন্সিংয়ের মাধ্যমে এই বক্তৃতা ও শোনেন বিজেপির নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিষ্ঠা দিবসে বিজেপির সমস্ত নেতা ও কর্মীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত এক ভারত ও শ্রেষ্ঠ ভারত-এর সঙ্কল্পকে নিরন্তর শক্তিশালী করছে বিজেপি।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “এবারের প্রতিষ্ঠা দিবস ৩টি কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, আমরা দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করছি, উদযাপন করছি স্বাধীনতার অমৃত মহোৎসব। দ্বিতীয়ত, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি, পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থা। ভারতে জন্য প্রতিনিয়ত নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। তৃতীয়ত, কয়েক সপ্তাহ আগে চার রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার ফিরে এসেছে। তিন দশক পর রাজ্যসভায় কোনও দলের সদস্য সংখ্যা ১০০ ছুঁয়েছে।” প্রধানমন্ত্রীর কথায়, “এই অমৃতকাল ভারতের আত্মনির্ভর চিন্তাভাবনার, লোকালকে গ্লোকাল করার চেষ্টা করার, সামাজিক ন্যায়বিচার এবং সম্প্রীতি তৈরি করা। এই অমৃতকাল প্রতিটি বিজেপি কর্মীর জন্য কর্তব্যকাল।”
প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের সরকার জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করছে। বর্তমানে দেশে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার পাশাপাশি সঙ্কল্প ও শক্তিও রয়েছে। আমরা যে লক্ষ্য নির্ধারণ করছি, আমরা তা পূরণও করছি।” প্রধানমন্ত্রীর কথায়, “কিছুদিন আগেই দেশ ৪০০ বিলিয়ন ডলার অর্থাৎ ৩০ লক্ষ কোটি টাকার পণ্য রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করেছে। করোনার এই সময়ে এত বড় লক্ষ্য অর্জন ভারতের সক্ষমতা প্রদর্শন করে।” দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, “দেশে দু’রকম রাজনীতি চলছে, পরিবারবাদ ও রাষ্ট্রবাদ। এখন দেশে কয়েকটি রাজনৈতিক দল আছে যাঁদের পরিবারের সদস্যরা রাজনীতিতে ছড়িয়ে ছিটিয়ে। দুর্নীতিতে একে অন্যকে সাহায্য করেন। দেশের যুব সম্প্রদায়কে এরা প্ররোচিত করে এসেছে।” মোদী বলেছেন, “কিছু দল নিজের পরিবারের জন্য কাজ করে। বিজেপি দেশের জন্য কাজ করে। আমি নিজেও বিজেপি-র সাধারণ কর্মীর মতো পরিশ্রম করব। আমরা সবাই মিলে রাষ্ট্রসেবায় নিয়োজিত থাকব। আপনাদের সবার পরিশ্রমে দেশ উন্নতি করবে।”