Cyclone: ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানকাচরের ভারত-বাংলা সীমান্তবৰ্তী এলাকা

মানকাচর (অসম), ৫ এপ্রিল (হি.স.) : সোমবার রাতে সংঘটিত প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মানকাচরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে সীমান্তবর্তী পাথুরিয়া, ঝাওডাঙা, কুচনিমারা গ্রামের শতাধিক পরিবারের বসতবাড়ি। এর মধ্যে গাছ ভেঙে সাতটি চার চাকার গাড়িও চিড়েচ্যাপ্টা হয়ে গেছে। অসংখ্য বিদ্যুৎ পরিবাহী খুটি ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গতকাল সোমবার রাত প্রায় ৮-টা নাগাদ মানকাচরের ভারত-বাংলাদেশ সীমান্তবৰ্তী পাথুরিয়া, ঝাওডাঙা এবং কুচনিমারা গ্রাম পঞ্চায়েত এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। মানকাচরের পশ্চিম প্ৰান্তে বাংলাদেশ থেকে ধাবিত ঘূৰ্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কবলে পড়ে ওইসব এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্ৰায় তিন ঘণ্টার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শতাধিক পরিবারের ঘরবাড়ি ভূপতিত হয়ে গেছে। এছাড়া গ্যাস এজিন্সি সহ বহু বসতঘরের ছাউনি দূর-দূরান্তে উড়িয়ে নিয়ে ফেলেছে ঝড়। অসংখ্য গাছ-গাছালি উপড়ে গৃহস্থদের বাড়িঘর ও রাস্তায় পরে। রাস্তায় গাছ পড়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। একইভাবে বিদ্যুৎ পরিবাহী খুটি ভেঙে পড়ায় বৃহত্তর এলাকা হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন।

তবে ঘূর্ণিঝড়ের ফলে কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও মোট সাতটি চার চাকার গাড়ি ক্ষতিগ্ৰস্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *