Prime Minister : প্রেসিডেন্টকে অ্যাসেম্বলি ভাঙার আর্জি ইমরানের, পাক নাগরিকদের ভোটের জন্য প্রস্তুত হতে আহ্বান

ইসলামাবাদ, ৩ এপ্রিল (হি.স.): পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে ফেলার জন্য পাকিস্তানের প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার পাক নাগরিক উদ্দেশে ইমরান বলেছেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। নির্বাচনের জন্য পাকিস্তানের জনগণকে আমি প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

এদিন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। তিনি বলেছেন, “স্পিকারের এই সিদ্ধান্তের জন্য পাকিস্তানের সমস্ত নাগরিককে অভিনন্দন জানাচ্ছি। অনাস্থা প্রস্তাব ছিল আমাদের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র। শাসনভার কাঁদের হাতে থাকবে তা পাকিস্তানের জনগণের ঠিক করা উচিত।”

ইমরান খান আরও বলেছেন, “ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার জন্য প্রেসিডেন্টকে আমি চিঠি দিয়েছি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। নির্বাচনের জন্য পাকিস্তানের জনগণকে আমি প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *