Sher Bahadur Deuba: ভারতের কোভিড-১৯ মোকাবিলার প্রশংসা করলেন নেপালের প্রধানমন্ত্রী দেউবা

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.) : নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোভিড-১৯ মোকাবিলার প্রশংসা করে বলেন, কাঠমান্ডু কোভিড-১৯ মহামারীতে তাঁর দূরদর্শী এবং কার্যকর ব্যবস্থাপনা দেখেছে এবং প্রথম ভ্যাকসিন পাওয়ার সহায়তার পাশাপাশি ওষুধ, সরঞ্জাম এবং রসদও পেয়েছে।

দুই প্রধানমন্ত্রী যৌথভাবে একাধিক প্রকল্প চালু করেছেন যা দুদেশের মধ্যে সংযোগ বাড়াতে পারে বলে আশা প্রকাশ হচ্ছে। তাদের নেওয়া মূল উদ্যোগগুলি ভারত-নেপাল সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
দেউবা এদিন বলেন, “প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত যে অগ্রগতি করছে আমি তার প্রশংসা করি। আমরা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের কার্যকর সহায়তা ও ব্যবস্থাপনা পেয়েছি এবং নেপাল ভারতের কাছ থেকে প্রথম ভ্যাকসিন সহায়তার পাশাপাশি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পেয়েছিল।”

তিনি আরও বলেন, ভারত-নেপাল সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ আলোচনা এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে।
হায়দরাবাদ হাউসে তিনি বলেন, “ভারত-নেপাল সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ আলোচনা এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *