Arvind Kejriwal: দিল্লির স্কুল ও মহল্লা ক্লিনিক পরিদর্শন স্ট্যালিনের, কেজরিওয়াল বললেন সম্মানের বিষয়

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): দিল্লির সরকারি স্কুল পরিদর্শন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুধুমাত্র সরকারি স্কুল নয়, দিল্লির মহল্লা ক্লিনিকও পরিদর্শন করেছেন স্ট্যালিন। শুক্রবার দিল্লির পশ্চিম বিনোদ নগরের রাজকিয়া সর্বোদয় কন্যা বিদ্যালয়ে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সরকারি স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন স্ট্যালিন, উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির সরকারি স্কুলের হ্যাপিনেস ক্লাসেও যান স্ট্যালিন, ‘দেশভক্তি ক্লাস’-এ গিয়ে মুগ্ধ হয়েছেন তামিল মুখ্যমন্ত্রী। দিল্লি সরকারি স্কুলের ভিতরে বাঁশি বাজিয়ে সাঁতার প্রতিযোগিতারও সূচনা করেন স্ট্যালিন।

পরে স্ট্যালিন যান দিল্লির মহল্লা ক্লিনিকে। সেই সময়ও উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। কেজরিওয়াল এদিন টুইট করে জানান, “আমি অত্যন্ত আনন্দিত যে থিরু এম কে স্ট্যালিন দিল্লি সরকারের স্কুল এবং মহল্লা ক্লিনিক পরিদর্শন করেছেন। এই দেশ তখনই উন্নতি করতে পারবে যখন আমরা সবাই একে অপরের ভালো ধারণা থেকে শিখব।” দিল্লির সরকারি স্কুল দেখে মুগ্ধ হয়ে স্ট্যালিন টুইট করে জানান, “আমরা শীঘ্রই চেন্নাইতে একটি বিশ্বমানের সরকারি মডেল স্কুল তৈরি করব এবং অরবিন্দ কেজরিওয়ালজিকে আগাম আমন্ত্রণ জানিয়েছি আমি।”

কেজরিওয়াল এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দিল্লিতে আমাদের স্কুল এবং মহল্লা ক্লিনিক পরিদর্শন করতে এসেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত সম্মানের বিষয়।” স্ট্যালিন এদিন বলেছেন, “তামিলনাড়ু সরকার শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা বিষয়ে বিশেষ মনোযোগ দিয়েছে। তামিলনাড়ুতে আধুনিক স্কুলের কাজ করা হচ্ছে। আমি নিশ্চিত দিল্লির মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন, রাজ্যের জনগণের পক্ষ থেকে আমি তাঁকে আমন্ত্রণ জানিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *